ফের একবার ঘরের ভেতর থেকে দুঃসাহসিক চুরি।

ফের একবার ঘরের ভেতর থেকে দুঃসাহসিক চুরি।
ঘটনাটি খড়িবাড়ীর বগলাহাগীর।পরিবার সূত্রে জানা গেছে তাদের এক আত্মীয় পাশ্ববর্তী এলাকায় মারা গিয়েছে রবিবার সেখানেই পরিবারের সবাই গিয়েছিল প্রায় সন্ধ্যা ৬টায় বাড়িতে ঢুকে দেখে অন্দর মহলের বেশ কয়েকটি গেট খোলা ।ঘরের ভেতর গিয়ে দেখল আলমারি ,এটাচি খোলা কাপড় চাপড় অন্যান্য জিনিস পত্র সব ওলট পালট ।খবর চাওর হতেই স্থানীয়রা ভিড় করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনা স্থলে।বাড়ির প্রভাবতী ঝা জানান বাড়ি এসে দেখি সমস্ত জিনিসপত্র ওলট পালট করা এখন পযন্ত একটি মোবাইল ও ২০ – ২৫ হাজার টাকা পাওয়া যাচ্ছে না ।তিনি এও জানান আমরা একা থাকি আতঙ্কে থাকছি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক অতি সত্বর। খবর পেয়ে খড়িবাড়ীর থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় পরিদর্শন করে

news portal development company in india
marketmystique