রাস্তা পারাপার করতে গিয়ে পথ দূর্ঘটনায় মৃ**ত্যু হল অজগরের!

রাস্তা পারাপার করতে গিয়ে পথ দূর্ঘটনায় মৃ**ত্যু হল অজগরের! নকশালবাড়ির খালবস্তি এলাকায় এশিয়ান হাইওয়ে সড়ক পারাপার করতে গিয়ে ভোররাতে অজগরটি দূর্ঘটনায় মৃত্যু হয়।  পথচলতিরা অজগরটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নকশালবাড়ি থানার পুলিশ ও টুকরিয়াঝাড় বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত অজগরটি উদ্ধার করে। ৭-৮ ফুট লম্বা ছিল এই অজগরটি।

news portal development company in india
marketmystique