উত্তরবঙ্গের মেডিক্যাল ব্লাড ব্যাংকের জন্য আজ রক্তদান শিবির

উত্তরবঙ্গের মেডিক্যাল ব্লাড ব্যাংকের জন্য আজ রক্তদান শিবির আয়োজন করলো খড়িবাড়ি ব্লকের ময়নাগুড়ি ইয়ং ইউনিক স্পোর্টিং ক্লাব। ৩৩ ইউনিট রক্ত পাঠানো হলো মেডিক্যাল ব্লাড ব্যাংকে, Dr কমল রায় বলেন গত এক মাস কোনো ক্যাম্প নেই খুব কাজে লাগবে এই শিবিরের রক্ত । আজ বৃষ্টিভেজা দিনে রক্তদান করলো বিশ্বজিৎ তাঁর স্ত্রী সুমিত্রা কে নিয়ে অনেকেই প্রথম রক্তদান করেন আজ,, সমাজকর্মী বাপন দাসের উদ্যোগে এই শিবির। বাপন দাস বলেন পুজোর সময় বেগতিক গাড়ি চালিয়ে অহেতুক দুর্গঠনা ঘটে, তাঁদের কথা ভেবে  এই শিবির ।

news portal development company in india
marketmystique