নিয়ন্ত্রণ হারিয়ে ফুচকার ভ্যানের পিছনে সজরে ধাক্কা ২টি বাইকের, পথ দুর্ঘটনায়  জখম ৫ !

নিয়ন্ত্রণ হারিয়ে ফুচকার ভ্যানের পিছনে সজরে ধাক্কা ২টি বাইকের, পথ দুর্ঘটনায়  জখম ৫ ! খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন উওর রামধন জোতে নক্সালবাড়ি – পানিট্যাঙ্কি রাজ্য সড়কে ঘটনা ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে, এদিন বিকেলে নক্সালবাড়ি থেকে ভ্যানে করে ফুচকা নিয়ে এক যুবক পানিট্যাঙ্কি দিকে যাচ্ছিল ,সেই সময় উওর রামধন জোতে ২ টি বাইক দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুচকা ভ্যানের পিছনে সজরে ধাক্কা দেয়। আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে জখম বাইক চালকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । ঘটনায় দুমরে মুচরে যায় ফুচকা ভ্যানটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পরে দুর্ঘটনাগ্ৰস্ত বাইক ২ টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

news portal development company in india
marketmystique