নজরকাড়া থিমে মন্ডপ সজ্জা নকশালবাড়ি ইয়ং বয়েস ক্লাবে

মহাশক্তির আরাধনায় রজত জয়ন্তী বর্ষে নজরকাড়া থিমে মন্ডপ সজ্জা নকশালবাড়ি ইয়ং বয়েস ক্লাবে! ২৫তম বর্ষে কথাকলী থিমে মন্ডপ সজ্জা উদ্যোক্তাদের! ৭.৫ লক্ষ টাকা বাজেটে এবার শ্যামা পুজোয় মেতে উঠেছে উদ্যোক্তারা। মহিলা ও পুরুষদের সমন্বয়ে ইয়ং বয়েস ক্লাবে এবার আনন্দ যেন ভরপুর! পুজো ছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান! আগামী ৩১ অক্টোবর পুজোর উদ্বোধনের পাশাপাশি পরদিন প্রসাদ বিতরণ করবেন উদ্যোক্তারা! নকশালবাড়ি, খড়িবাড়ি ছাড়াও মহকুমার মানুষ এই মন্ডপে ভিড় করবে মত উদ্যোক্তাদের। নকশালবাড়িল বিগ বাজেটের এই পুজো দর্শনীর্থীদের মন জয় হবে বলে উদ্যোক্তারা জানান।

news portal development company in india
marketmystique