শরীরকে সুস্থ রাখতে যোগা থেরাপি

শরীরকে সুস্থ রাখতে যোগা থেরাপি কর্মসূচি পালন করল এসএসবি ! এদিন আয়ুষ বিভাগের কেন্দ্রীয় কাউন্সিল ফর রিসার্চ ইন যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি  পক্ষ থেকে এসএসবির ৮ নং ব্যাটেলিয়নের মাটিগাড়ার খাপরাইল সদর দফতরে যোগা থেরাপি কর্মসূচি পালন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট  মিতুল কুমার, ডেপুটি কমান্ড্যান্ট ওম প্রকাশ সিং ও ডাঃ আনিশা গারওয়া ।এসএসবি জত্তয়ানদের যোগা থেরাপির মাধ্যমে বিভিন্ন ধরণের রোগ নিরাময়ের লক্ষ্য এই শিবিরটি করা হয়।

news portal development company in india
marketmystique