Anganwadi center protests around low-quality work in Kharibari!

অঙ্গন‌ওয়াড়ি সেন্টারে নিম্নমানের কাজ ঘিরে বিক্ষোভ খড়িবাড়িতে! আর‌আইডিএফের আর্থিক অনুকূলে খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন দফতর থেকে ১১লক্ষ ১৩ হাজার টাকায় খড়িবাড়ির কেশরডোবা অঙ্গন‌ওয়াড়ি সেন্টার তৈরির কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, হাত দিলেই খসে পড়ছে দেওয়াল, বিভিন্ন স্থানে দেওয়াল কাজ করা হয়নি, এমনকি ছাদেও ফাটল দেখা গিয়েছে। স্থানীয়দের দাবি সঠিক ভাবে কাজ করা হোক। এদিন বিক্ষোভের জেরে স্থানীয়রা ঠিকাদারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে অভিযোগ নিয়ে ইঞ্জিনিয়ার পাঠিয়ে তদন্ত করার আশ্বাস দেন বিডিও। অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিডিওর।

news portal development company in india
marketmystique