চাপাতা বাগানে নয় নালায় চিতাবাঘের শাবক।

চাপাতা বাগানে নয় নালায় চিতাবাঘের শাবক। ফাঁসিদেওয়ার মতিধর চাবাগানের বালাসন ডিভিশনে চাপাতা তোলার সময় ২টি সদ্যজাত চিতাবাঘের শাবক দেখতে পান চা শ্রমিকরা। পরে বাগান কর্তৃপক্ষ বনদফতরকে খবর দিলে ঘোষপুকুর বনদফতর ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের শাবকদের নজরদারিতে কর্ডন করার পাশাপাশি ট্রাপ ক্যামেরায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে চাবাগানে পাতা তোলার কাজ বন্ধ করা হয়েছে। ঘোষপুকুর রেঞ্জার প্রমিত লাল জানান, মা চিতাবাঘের কাছে শাবকদের ফিরিয়ে দিতে বনদফতর নজরদারি বৃদ্ধি করেছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনার পর আতঙ্কে চা শ্রমিকরা।

news portal development company in india
marketmystique