চাপাতা ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন।

চাপাতা ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন। ফাঁসিদেওয়ার বিধাননগরের মুরালীগঞ্জ এক বেসরকারি চাপাতা ফ্যাক্টরিতে আগুন। আগুনের ঝলকানি শুরু হতেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়! তবে কিভাবে এই আগুন তা পরিস্কার নয়। ঘটনাস্থলে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মাটিগাড়া ও ইসলামপুরের ২টি দমলের ইঞ্জিন। ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর না থাকলেও ঘটনায় ফ্যাক্টরির চিমনি ও একাধিক জিনিষপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফ্যাক্টরি ম্যানেজার জানান। ঘটনায় প্রায় ১.৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

news portal development company in india
marketmystique