উষ্ণ শীতল পানীয় জলের ডিসপেন্সেরের উদ্বোধন।

উষ্ণ শীতল পানীয় জলের ডিসপেন্সেরের উদ্বোধন।শনিবার অধিকারী কৃষ্ণকান্ত উচ্চতর বিদ্যালয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে উষ্ণ শীতল পানীয় জলের ডিসপেন্সারের ফিতা কেটে উদ্বোধন ও শুভ সূচনা  করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ কেশরী মোহন সিংহ।পাশাপাশি গাছ লাগান প্রান বাঁচান এই উক্তিকে সামনে রেখে বৃক্ষরোপণের কর্মসূচিও পালন করেন বিদ্যালয় চত্বরে। বন ও ভূমি কর্মদক্ষ জানান ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ,বর্তমানে তাপ প্রবাহ যেহারে বাড়ছে তার জন্য মহকুমা পরিষদের পক্ষ থেকে ১১টি উষ্ণ শীতল পানীয় জলের ডিসপেন্সেরের লাগানো হবে খড়িবাড়ীর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে জার মধ্যে এটি পঞ্চম

news portal development company in india
marketmystique