বাইক চুরির অভিযোগে তদন্তে নেমেই উদ্ধার ৪টি বাইট।

বাইক চুরির অভিযোগে তদন্তে নেমেই উদ্ধার ৪টি বাইট। ঘটনায় গ্রেফতার এক। ফাঁসিদেওয়ার বিধাননগর বাজারে গত ১৯ সেপ্টেম্বর বাইক চুরির ঘটনার অভিযোগ দায়ের হয় বিধাননগর তদন্ত কেন্দ্রে। অভিযোগে তদন্তে নেমে উত্তর দিনাজপুরের চোপড়ার নিতেশ হেমব্রমকে গ্রেফতার পুলিশ। ধৃতের হেফাজত থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করল বিধাননগর তদন্ত কেন্দ্র ও ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। আজ বিধাননগরে সাংবাদিক সম্মেলন করে কার্শিয়াঙ অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান, বাইক চুরির ঘটনায় তদন্ত শুরু করতেই চোপড়া থেকে ধৃতকে গ্রেফতার করার পর রিমান্ডে এনে ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই এক মাসেই জেলা পুলিশ বিভিন্ন থানায় ২০টির বেশী মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এদিন উদ্ধার মোটরসাইকেল চালকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের উদ্যেগে খুশী মোটরসাইকেল চালকরা।

news portal development company in india
marketmystique