টোটো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২ জন !

টোটো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২ জন ! ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায় । খড়িবাড়ির হাতিডুবায় আমবাড়ি -নকশালবাড়ি রাজ্য সড়কে ঘটনাটি ঘটে । জানা গিয়েছে, এদিন সকালে কিলাঘাটা থেকে আমবাড়ির দিকে যাচ্ছিল টোটোটি সেই সময় নক্সালবাড়ি দিকে আসছিল পিকআপ ভ্যানটি । বৃষ্টি জেরে দেখতে না পেয়ে হাতিডুবা এলাকায় টোটোকে ধাক্কা মারে । ঘটনাস্থলে থেকে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় পিকআপ ভ্যানটি। স্থানীয়রা দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে রাঙালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । আহতরা হল কৃষ্ণ দয়াল সিংহ এবং বৃষ্টি বর্মন ,২ জনেই বুড়াগঞ্জের চরনাজোতের বাসিন্দা । পরে অবস্থা আশঙ্কাজনক হত্তয়ায় বাগডোগরার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় । অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ। পিকআপ ভ্যান চালক আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

news portal development company in india
marketmystique
Recent Posts