বৃষ্টিতে রাস্তার উপর দিয়ে ব‌ইছে জল!

টানা বৃষ্টিতে রাস্তার উপর দিয়ে ব‌ইছে জল! এতেই জলমগ্ন হয়ে পড়ল বাগডোগরার এশিয়ান হাইওয়ে জাতীয় সড়ক! বাগডোগরা বিহার মোড়ে জাতীয় সড়ক যেন নদী! রাস্তার উপর দিয়ে ব‌ইছে জল, জল থৈ থৈ অবস্থায় চলছে যানবাহন। নিকাশীনালা পরিস্কার না করায় এই জল জমেছে বলে অভিযোগ গাড়ি চালকদের! আবহাওয়া অফিস অনুযায়ী বৃষ্টি বাড়লে জল আরো বাড়বে। এমনিতেই টানা ২ দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা।

news portal development company in india
marketmystique