রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে বের হচ্ছে জল

ফের রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে বের হচ্ছে জল ভোগান্তি গ্রাহকের।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ীর দোহাগুড়ির নিমাই সরকারের বাড়ী।নিমাই বাবু জানান গত ৬ তারিখে তিনি খড়িবাড়ীর একটি গ্যাস অফিস থেকে গ্যাস সিলিন্ডার নিয়েছিলেন তার ডাবল সিলিন্ডারের থাকায় নতুন গ্যাস সিলিন্ডার টি পুরানা সিলিন্ডার শেষ হওয়ার পরে গ্যাস সংযোগ করে একদিন গ্যাস জ্বালানোর পর পরের দিন আর গ্যাস না জলায় চেক করে দেখেন গ্যাসের ভেতর জল ভর্তি সাথে সাথে গ্যাস অফিসে গ্যাসটি নিয়ে যান সেখানে আশ্বাস দেওয়া হয় ৮দিন পর গ্যাসটি পাল্টিয়ে দেবে আজ গ্যাসটি নিতে গেলে অফিস থেকে জানানো হয় গ্যাস ফেরত পাওয়া যাবে না ইন্ডিয়াল অয়েল অফিসে কমপ্লেন করতে হবে এতেই ক্ষুদ্দ হয়ে পড়ে গ্যাস গ্রাহক।খবর চাওর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ার গ্যাস অফিস চত্বর ।অন্যদিকে গ্যাস অফিস আধিকারিক অশোক জয়শোয়াল জানান এর আগেও গ্যাসের ভেতর থেকে জল বের হয়েছে খুবই রেয়ার কেস ইন্ডিয়ান অয়েল কে আমরা জানিয়েছি তারা বিষয়টি দেখছে ইন্ডিয়ান অয়েল যদি টাকা ফেরত দেয় তবে গ্রাহক কে আমরা টাকা ফেরত দেবো

news portal development company in india
marketmystique