উৎসবে আমেজে মাততে চলছে শৈলশহর দার্জিলিং! দার্জিলিং পুলিশ এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশনের পরিচালনায় চলতি বছরের ডিসেম্বর মাসে ১৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত ৫ দিন ব্যাপী শৈল শহর দার্জিলিংয়ের সঙ্গীত , সংস্কৃতি ও পর্যটন এবং দার্জিলিং চা’কে তুলে ধরতে দ্বিতীয় তম বর্ষের দার্জিলিং মেলো – টি ফেস্ট ২০২৪ এবং ১১ তম দার্জিলিং হিল ম্যারাথন অনুষ্ঠিত হবে । চলতি বছরের ডিসেম্বর মাসের ১৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত দার্জিলিং মেলো টি ফেস্ট চলবে ও ২২ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে দার্জিলিং হিল ম্যারাথন । ২০২৩ সালে এই উদ্যোগ নেওয়ার ব্যাপক সারা পেয়েছিল অনুষ্ঠানটি । এই বছর ওয়েস্টার্ন, নেপালি ও সোলো মিউজিক প্রতিযোগিতা থাকছে যেখানে পুরস্কার থাকবে১৯ লক্ষ টাকা । অনুষ্ঠানের সূচনা হবে ‘ মন্ত্রা ‘ নামক দার্জিলিংয়ের একটি বিখ্যাত ব্যান্ড এর প্রদর্শনী দিয়ে । এই ফেস্টিভ্যাল এ মহিলাদের ব্যান্ডও সঙ্গীত প্রদর্শন করবে । ১৬ টি স্টল থাকবে এই ফেস্টিভ্যাল এ যেখানে দার্জিলিঙের ঐতিহ্যবাহী খাদ্য , শিল্প , বস্ত্র এবং হাতের কাজ প্রদর্শীত হবে । এছাড়াও দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী বস্ত্র পরিধান করে ফেসন শোতে অংশ নিবে দার্জিলিং বাসী । আদিবাসী সম্প্রদায়ের নৃত্য ও সংগীতও প্রদর্শন হবে এই ফেস্টিভ্যাল এ । পাশাপাশি এই মেলো টি ফেস্ট এর অংশ হিসেবে ১১ তম দার্জিলিং হিল ম্যারাথন ২২ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে । যেখানে পুরস্কার হিসেবে থাকবে নগদ ৯.৮ লক্ষ টাকা । এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ, জিটিএ সভাসদ নর্দেন শেরপা সহ অন্যান্যরা ।
Recent Posts
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জলপাইমোড় ট্রাফিক পুলিশের
July 19, 2025
No Comments
ইন্দো-নেপাল সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক! উদ্ধার জাল পরিচয়পত্র।
July 18, 2025
No Comments
শিলিগুড়িতে হাইড্রেনের উপর অবৈধ নির্মাণ ভাঙল পুর নিগম, উত্তেজনা, আটক ১
July 18, 2025
No Comments
নেশামুক্ত করতে জিরো টলারেন্স নীতি দার্জিলিং জেলা পুলিশের।
July 18, 2025
No Comments