DYFI নেতা গ্রেফতারের প্রতিবাদে খড়িবাড়ী থানায় বিক্ষোভ।

DYFI নেতা গ্রেফতারের প্রতিবাদে খড়িবাড়ী থানায় বিক্ষোভ।DYFI নেতা কমরেড কলতান দাশগুপ্তের গ্রেফতারের প্রতিবাদে বুধবার রেলি করলো DYFI খড়িবাড়ী , বুরাগঞ্জ, লোকাল কমিটির নেতা কর্মীরা । রেলিটি নিজ কায্যালয় থেকে শুরু হয়ে খড়িবাড়ী বাজারের বিভিন্ন প্রান্তে গিয়ে খড়িবাড়ী থানায় প্রবেশ করে।পড়ে খড়িবাড়ী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় DYFI নেতা কর্মীরা।সংঘঠনের নেতা বিট্টু জয়সোয়াল বলেন কমরেড কলতান দাশগুপ্তকে মিথ্যা মামলা ও মিথ্যা অডিও কিলিপের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি অবিলম্বে তাকে মুক্তি করতে হবে নাহলে আন্দোলনে নামবেন তারা

news portal development company in india
marketmystique