মাথাভাঙা সফরে আগে বাগডোগরা বিমানবন্দরে একাধিক বিষয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ,মুখ্যমন্ত্রীর উৎসবে ফিরুন মন্তব্যর কটাক্ষ করে তিনি বলেন উনি ঠিক করার কে? গত নির্বাচনে ৫৪% লোক উনার বিরুদ্ধে ভোট দিয়েছেন মানুষ। উনি সংখ্যালঘু মুখ্যমন্ত্রী। বরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছেন তাই বাঙালি কি করবে উনি ঠিক করার কে? পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মত জুনিয়র চিকিৎসকরদের আন্দোলন প্রত্যাহার নিয়ে তিনি বলেন জুনিয়র চিকিৎসকরা কি করবেন তা তাদের নিজস্ব বিষয়! তাদের দৃঢ়তা রয়েছে এবং গত এক মাস ধরে লড়াই চলছে, তাই কলকাতা বিমানবন্দরে ঢোকার আগে তাদের স্যালুট দিয়ে এসেছি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট ও পুলিশের জন্য টিকে রয়েছে। গুন্ডাদের সংরক্ষণ দেওয়া তার কাজ। চোপড়ায় জেসিবি তান্ডব সবার জানা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কুসি ছাড়ছেন না, তার আগেই লজ্জা নেই। নন্দীগ্রামে হেরেও ক্ষমতা নিয়েছেন তা সবাই দেখেছেন। তবে শিক্ষা ও খাদ্যের খাতের চেয়ে স্বাস্থ্যখাতেও বড় জালিয়াতি হয়েছে এই তৃণমূল সরকারের আমলে। স্বাস্থ্য জেলে যাবে তখন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও বাদ যাবে না।ময়নায় NIA তদন্ত চলছে। বিজয় ভূঁইয়া খুনের ঘটনায় বাকিদের গ্রেফতার দরকার।
মুখ্যমন্ত্রীর উৎসবে ফিরুন মন্তব্যর কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
- Khoribari Times
- September 10, 2024
- 11:52 pm
Recent Posts
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জলপাইমোড় ট্রাফিক পুলিশের
July 19, 2025
No Comments
ইন্দো-নেপাল সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক! উদ্ধার জাল পরিচয়পত্র।
July 18, 2025
No Comments
শিলিগুড়িতে হাইড্রেনের উপর অবৈধ নির্মাণ ভাঙল পুর নিগম, উত্তেজনা, আটক ১
July 18, 2025
No Comments
নেশামুক্ত করতে জিরো টলারেন্স নীতি দার্জিলিং জেলা পুলিশের।
July 18, 2025
No Comments