নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ইস্কুটারের পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের ,

নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ইস্কুটারের পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের , ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন উওর রামধন জোত এলাকায় এশিয়ান হাইওয়ে ২ সড়কে। জানা গিয়েছে , এদিন পানিট্যাঙ্কির বাজারু জোতের এক দম্পতি নক্সালবাড়ির দিকে যাচ্ছিল ,সেই সময় পানিট্যাঙ্কি- শিলিগুড়িগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইস্কুটারের পিছনে সজরে ধাক্কা মারে । ঘটনায় গুরুত্বর জখম হন রবিন বর্মন ও কল্যানী রায় বর্মন , দুজনেই বাজারু জোতের বাসিন্দা। তড়িঘড়ি স্থানীয়রা নক্সালবাড়ি হাসাপাতালে নিয়ে যায় ।পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনাগ্ৰস্থ বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

news portal development company in india
marketmystique