প্রাতভ্রমনে বেরিয়ে হাতির দলের মুখে পড়ে গুরুত্বর আহত ১ বৃদ্ধ !

প্রাতভ্রমনে বেরিয়ে হাতির দলের মুখে পড়ে গুরুত্বর আহত ১ বৃদ্ধ ! ঘটনায় চাঞ্চল্য এলাকায়। আহত বৃদ্ধের নাম নর বাহাদূর ছেত্রী (৭২) , সে রথখোলার ফরেস্ট বস্তির বাসিন্দা । জানা গিয়েছে, এদিন ভোরে  খড়িবাড়ির বুড়াগঞ্জের কালিডাঙা এলাকায় প্রাতভ্রমনে বের হন নর বাহাদূর ছেত্রী , সেই সময় ঝাড়ু জোতের ছলছলিয়া জঙ্গল থেকে টুকরিয়া ঝাড়ে বনে যাচ্ছিল একটির হাতির দল । হাতির দলের মুখে পড়ে গুরুত্বর আহত হন বৃদ্ধ । পরে হাতির গর্জন শুনে স্থানীয়রা ছুটে এসে আহত বৃদ্ধকে উদ্ধার করে উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ,বর্তমান গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।  কার্শিয়াং ডিভিশনের ডিফত্ত দেবেশ পান্ডে জানান, ভোর রাতে হাতির করিডোরে প্রাতভ্রমনে বেরিয়ে এই ঘটনা ঘটে। পাশাপাশি করিডোরে অন্ধকারে ঘোরাফেরা না করার বার্তা দেন তিনি।এদিন ঘটনার পর মাইকিং করে ফের সতর্ক করেন বনকর্মীরা।

news portal development company in india
marketmystique