বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পথ দূর্ঘটনায় জখম শিক্ষক ।

বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পথ দূর্ঘটনায় জখম হলেন শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ের ইতিহাস শিক্ষক । খড়িবাড়ির অধিকারী সংলগ্ন ৩২৭ নং জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। জাতীয় সড়কের মাঝ বরাবর গর্ত থাকায় বুঝতে না পেরে দূর্ঘটনার শিকার হন শিক্ষক বলে জানা যায় । জখম শিক্ষকের নাম শ্যামল চন্দ্র রায় ,সে রাঙাপানির ভেলকুজোতের বাসিন্দা। ঘটনার পর খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম শিক্ষকে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে আসে।

news portal development company in india
marketmystique