
সামগ্ৰী বিক্রেতা সেজে বাড়ির দোকান গল্পের আসর , আসর থেকে সোনা নিয়ে চম্পট ২ জন দুষ্কাতি । বুধবার এমনি ঘটনাকে ঘিরে উওেজনা বাতাসি এলাকা জুড়ে।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে 2 যুবক বাতাসি বাজার এলাকায় একটি বাড়ির নিচে দোকানে বিক্রেতা সেজে প্রথমে গল্প শুরু করে,এরপর সিটি গোল্ডের সামগ্ৰী পরিষ্কার করার কথা বলে ওই ২জন দুষ্কিতি। সিটি গোল্ডের সামগ্ৰী পরিষ্কারের পর সোনা অলংকার পরিষ্কারের কথা বলে সোনা অলংকার নিয়ে চম্পট দেয় তারা এমনটাই অভিযোগ বাড়ির সদস্যদের। তবে সেই সময় কেউ বুঝতে না পারলেও পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে অবাক হয়ে পড়েন বাড়ির সদস্যরা।এরপর মুহূর্তের মধ্যেই খবর চাউর হতেই উওেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। পরিবারের পক্ষ থেকে খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগে দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।