পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে খড়িবাড়ির ফুলবর জোতে সূচনা হল খড়িবাড়ি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র !

পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে খড়িবাড়ির ফুলবর জোতে সূচনা হল খড়িবাড়ি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ! এদিন সকালে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটির সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্ম্যাদক্ষ কিশোরী মোহন সিংহ ও খড়িবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা। উপস্থিত ছিলেন খড়িবাড়ি বিওয়াইও তথা ব্লক যুব অফিসার সহ ব্লকের উচ্চ বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক শিক্ষিকারা !  অনুষ্ঠান শেষে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্ম্যাদক্ষ কিশোরী মোহন সিংহ বলেন গ্ৰামীন এলাকায় কম খরচে রাজ্য সরকারের এই যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটিতে বিভিন্ন কোর্স করতে পারবে ছাত্রছাত্রীরা, আগামীদিনে গ্ৰামীন এলাকা আরো উন্নত হবে। পাশাপাশি খড়িবাড়ি বিওয়াইও তথা ব্লক যুব অফিসার  রঞ্জিতা লামা বলেন বহু প্রতিক্ষার পর খড়িবাড়িতে খড়িবাড়ি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সরকারি ভাবে কম খরচে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে ।এখান থেকে চাকরি ক্ষেত্রে প্রয়োজনীয় কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। অন্যদিকে খড়িবাড়ি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কর্নধার বিশ্বজিৎ রায় জানান, উনোত্রিরিশ বছর ধরে চেষ্টা করার পর অবশেষে ছাত্রছাত্রীদের জন্য সরকারি একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করা হল খড়িবাড়িতে ! এতো সরকারি পোর্টালের মাধ্যমে ইচ্ছুক ছাত্রছাত্রীরা  আবেদন করতে পারবেন। এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে অষ্টম শ্রেণী থেকেই প্রশিক্ষণ নিতে পারবে।

news portal development company in india
marketmystique