মাটিগাড়া ব্লকের নিমতলা এলাকার বেশ কিছু আদিবাসী মহিলা। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নবনির্মিত ভবনে তালা লাগিয়ে চাকরির দাবি জানালেন জমিহারা মহিলারা । ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে দার্জিলিং জেলার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেড বেঞ্চের অধীন রাজ্য সরকারের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির একটি ভবন উদ্বোধন করা হয়েছে ।। ভবনটিতে CWC র হেফাজতে থাকা শিশুদেরকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালে নিমতলা মৌজার প্রায় ১৬ কাঠা জমি মৃত লাচ্ছু ওরায়ের পরিবারের কাছ থেকে এই মর্মে নেওয়া হয় যে তাদের পরিবারের লোকেদের চাকুরী দেওয়া হবে। ২০২৩ সালে ২১ফেব্রুয়ারি প
ভবনটির ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। কিন্তু তাঁর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। জমিহারাদের পরিবার থেকে যারা যারা লিখিত পরীক্ষায় বসেছিলেন তাদের কারোর চাকরির হয়নি । পরিবর্তে বহিরাগত বেশ কিছু মহিলা এবং একজন যুবক চাকরিতে যোগ দিয়েছেন। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা চাকরি না পেয়ে এদিন ভবন ভবনটিতে তারা লাগিয়ে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ এবং বিডিও কার্যালয়ের আধিকারিক রবিন সরকার ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের আশ্বস্ত করেন। স্থানীয় বাসিন্দা বর্ণালী রায় সিংহের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার না দিলে এখানে তারা কেন্দ্রটি চালাতে দেবেন না।
খাস ও খতিয়ানভুক্ত যে লাচ্ছু ওরাওঁ এর জমি অধিগ্রহণ করা হয়েছিল। তাঁর তিন মেয়ে এবং তিন ছেলে রয়েছে । বর্তমানে পরিবারে বেকারত্ব রয়েছে। সুনিতা তিরকি এবং জবা ওরাও নামের লাচ্ছুর দুই মেয়ে জানান, তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চাকরি দেবে বলে। এমনকি ইন্টারভিউ ও হয়েছে। রেজাল্ট জানানো হয়নি। এখন দেখছেন বহিরাগত কর্মী নিয়োগ হয়ে কাজে যোগ দিয়েছেন। এটা তারা কোনো মতেই মেনে নেবেন না ।খাস ও খতিয়ানভুক্ত যে লাচ্ছু ওরাওঁ এর জমি অধিগ্রহণ করা হয়েছিল। তাঁর তিন মেয়ে এবং তিন ছেলে রয়েছে । বর্তমানে পরিবারে বেকারত্ব রয়েছে। সুনিতা তিরকি এবং জবা ওরাও নামের লাচ্ছুর দুই মেয়ে জানান, তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চাকরি দেবে বলে। এমনকি ইন্টারভিউ ও হয়েছে। রেজাল্ট জানানো হয়নি। এখন দেখছেন বহিরাগত কর্মী নিয়োগ হয়ে কাজে যোগ দিয়েছেন। এটা তারা কোনো মতেই মেনে নেবেন না ।
দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক মাটিগাড়ার সি ডি পি ও শিখা লামা জানান অফিস তালা দেওয়ায় তারা ভেতরে ঢুকতে পারেননি। তবে নিয়োগের বিষয়ে তিনি জানান সরকারি নিয়ম মেনে নিয়োগ হয়েছে। নিয়োগ নিয়ে যদি কারোর প্রশ্ন থাকে । সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেতাঁরা জানাতেই পারেন।
চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নবনির্মিত ভবনে তালা লাগিয়ে চাকরির দাবি জানালেন জমিহারা মহিলারা ।
- Khoribari Times
- November 14, 2024
- 11:38 am
Recent Posts
সীমান্তে বড় ধরপাকড়! ১৯ গ্রাম ব্রাউন সুগার ও ৪ লাখ টাকা জব্দ, দুই মহিলা গ্রেফতার
January 4, 2025
No Comments
মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়িতে আগুন লাগিয়ে পলাতক স্বামী
January 4, 2025
No Comments
নকশালবাড়িতে পিকআপে করে চীনা রসুন হানা এসএসবি ৪১নং ব্যাটেলিয়ন!
January 4, 2025
No Comments
ভারত- বাংলাদেশ সীমান্তে নেপালি যুবক গ্রেপ্তার।
January 3, 2025
No Comments