পড়ুয়াদের মেধা বিকাশের লক্ষ্যে  মেধা অন্বেষণ

প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মেধা বিকাশের লক্ষ্যে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আয়োজিত হল নিখিলবঙ্গ মেধা অন্বেষণ ২০২৪ । এদিন নক্সালবাড়ি নন্দ প্রসাদ উচ্চ বিদ্যালয়ের চত্বরে নক্সালবাড়ি সার্কেলের প্রাথমিক বিদ্যালয়ের ৮২ জন পড়ুয়াদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক ও সময়োপযোগী অভিক্ষা করায় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি । গোটা রাজ্য জুড়ে ২ লক্ষ ১০ হাজার ছাত্রছাত্রী নিয়ে ১২২৭টি সেন্টারে এই পরীক্ষা হচ্ছে। শিলিগুড়ি শিক্ষা জেলাতে শিলিগুড়ি, বাগডোগরা, নক্সালবাড়ি, বাতাসি, ঘোষপুকুর, ফাঁসিদেওয়ায় নেওয়া হয়েছে। যেভাবে শিক্ষাক্ষেত্রে পঠনপাঠনের সিলেবাসগুলি অযোগ্য হয়ে পড়েছে,সেই দিকে নজর রেখে পড়ুয়াদের মেধা বিকাশের লক্ষ্যে এবং সংগঠনের ৯০ তম বর্ষপূর্তি উপলক্ষে এই পরীক্ষা করা হয়েছে বলে জানান নিখিলবঙ্গ মেধা অন্বেষণের জেলা আহ্বায়ক কৌশিক আচার্য্য।

news portal development company in india
marketmystique
Recent Posts