
কচ্ছপ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকায়।খড়িবাড়ি ব্লকের বাতাসির শুকারু জোতের ঘটনা।জানা গেছে আজ বিকালে তিনজন বন্ধু ঘুঘুভীটা নদীতে মাছ ধরতে গিয়ে কচ্ছপকে দেখতে পেয়ে ধরে বাড়িতে নিয়ে আসে ।এর পর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভীর জমান এলাকাবাসীরা । এরপর টুকরিয়াঝার বনদপ্তর খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে কচ্ছপকে উদ্ধার করে নিয়ে যায়।