গোটা রাজ্যের বিভিন্ন জেলার মত দার্জিলিং জেলার নকশালবাড়িতে বিশ্ব আদিবাসী দিবস পালন করল জেলা প্রশাসন। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। আদিবাসী বেশভূষায় সজ্জিত ঢোল ও মার্দলের তালে নিজেও পা মেলান মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম থেকে বিভিন্ন জেলায় ভার্চুয়ালি সম্প্রসারিত হয়। এদিন নকশালবাড়ির কমিউনিটি হলে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঢাক ঢোল, তপশীলি উপজাতি সার্টিফিকেট, চারাগাছ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, মহকুমাশাসক অবধ সিঙ্ঘল, সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা সহ অন্যান্যরা। আদিবাসীদের জন্য মহকুমার বিভিন্ন চাবাগানে কমিউনিটি হল যেমন হচ্ছে তেমনি আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়ন কাজ নিয়ে ১৩ কোটি মহকুমা পরিষদ পেয়েছে তার কাজ দ্রুত শুরু হবে। এদিন মঞ্চে আদিবাসী নাচে তাল মেলান শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতিও।
Recent Posts
মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়িতে আগুন লাগিয়ে পলাতক স্বামী
January 4, 2025
No Comments
নকশালবাড়িতে পিকআপে করে চীনা রসুন হানা এসএসবি ৪১নং ব্যাটেলিয়ন!
January 4, 2025
No Comments
ভারত- বাংলাদেশ সীমান্তে নেপালি যুবক গ্রেপ্তার।
January 3, 2025
No Comments
দোকানের ক্যাসবাক্স থেকে টাকা লুট করে চম্পট চোর।
January 3, 2025
No Comments
ভারত নেপাল সীমান্তে মাঝপথে বয়ে চলা মেচী নদী এখন মাফিয়াদের আয় ভান্ডার !
December 31, 2024
No Comments