নকশালবাড়িতে বিশ্ব আদিবাসী দিবস পালন

গোটা রাজ্যের বিভিন্ন জেলার মত দার্জিলিং জেলার নকশালবাড়িতে বিশ্ব আদিবাসী দিবস পালন করল জেলা প্রশাসন। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। আদিবাসী বেশভূষায় সজ্জিত ঢোল ও মার্দলের তালে নিজেও পা মেলান মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম থেকে বিভিন্ন জেলায় ভার্চুয়ালি সম্প্রসারিত হয়। এদিন নকশালবাড়ির কমিউনিটি হলে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঢাক ঢোল, তপশীলি উপজাতি সার্টিফিকেট, চারাগাছ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, মহকুমাশাসক অবধ সিঙ্ঘল, সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা সহ অন্যান্যরা। আদিবাসীদের জন্য মহকুমার বিভিন্ন চাবাগানে কমিউনিটি হল যেমন হচ্ছে তেমনি আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়ন কাজ নিয়ে ১৩ কোটি মহকুমা পরিষদ পেয়েছে তার কাজ দ্রুত শুরু হবে। এদিন মঞ্চে আদিবাসী নাচে তাল মেলান শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতিও।

news portal development company in india
marketmystique