আচমকাই রেললাইনে ওপরে গাছ ভেঙে পড়ে ছিঁড়ল ওভারহেড তার!

আচমকাই রেললাইনে ওপরে গাছ ভেঙে পড়ে ছিঁড়ল ওভারহেড তার! বন্ধ রেল চলাচল। রেলের তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল একটি মোষের। বাগডোগরা-নকশালবাড়িগামী রেললাইনে আচমকাই একটি গাছ ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় রেল চলাচল। বাগডোগরার গুরুদুয়ারা এলাকার এই ঘটনা ঘটতেই চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ, বাগডোগরা থানা, বাগডোগরা বনদফতর ও দমকলকর্মীরা। বাগডোগরা বনদফতরের কর্মীরা রেললাইন থেকে গাছ সরানোর কাজ শুরু করে। গাছটিকে সরানোর কাজ শেষ করে বিদ্যুৎ তার সারানো হয়। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক অবস্থা রয়েছে। ২ ঘন্টার সময় ধরে রেল পরিষেবা ব্যহত হ‌ওয়ায় কয়েকটি পেসেঞ্জার ট্রেন বাগডোগরা ও নকশালবাড়ি স্টেশনে দাঁড়িয়ে পড়েছিল।

news portal development company in india
marketmystique