দীর্ঘ ৪ বছর পর খড়িবাড়ির পানিট্যাঙ্কির ভারত-নেপাল সীমান্ত দিয়ে পারাপার করতে পারবে বিদেশি নাগরিকরা।

দীর্ঘ ৪ বছর পর খড়িবাড়ির পানিট্যাঙ্কির ভারত-নেপাল সীমান্ত দিয়ে পারাপার করতে পারবে বিদেশি নাগরিকরা। কোভিডের সময় থেকে তৃতীয় কোনো দেশের নাগরিকদের যাতায়াত বন্ধ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন দফতর। অবশেষে খুলল এই স্থল বন্দর। এর ফলে একদিকে পর্যটকদের অসুবিধার সম্মুখীন হতে হত তেমনি পর্যটন ব্যবসা ও সীমান্ত ব্যবসায় সমস্যা হত। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশী সীমান্ত ব্যবসায়ীরা। পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, কোভিডের পর থেকে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হত ও পানিট্যাঙ্কির পরিচয় বিদেশি নাগরিকদের কাছে লুপ্তপ্রায় হয়ে পড়ে। নিষেধাজ্ঞা ওঠার ফলে পুরানো গৌরব ফিরে আসবে এবং সীমান্ত ব্যবসায় প্রভাব আসবে।  পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল জানান, পর্যটন শিল্পের জন্য ভালো খবর। বিদেশী পর্যটকরা ভারত, নেপাল, সিকিম ও ভুটান ঘুরতে এসে সীমান্ত বন্ধ থাকায় সমস্যায় পড়ত তা এখন আর থাকবে না। এর মাধ্যমে ভারত ও নেপাল ২ দেশের পর্যটন শিল্পের নতুন জোয়ার আসবে। এটা ২ দেশের জন্য ভালো খবর। তবে জেলা পুলিশ সুপার প্রবীন প্রকাশ জানান, বিউরো অব ইমিগ্রেশন থেকে নোটিশ এসেছে। কোভিড থেকে বন্ধ ছিল এখন খোলা রয়েছে।

news portal development company in india
marketmystique