চাবাগানের নালায় রীতিমতো কাতরাচ্ছে চিতাবাঘের আস্ত ২ শাবকেরা।

চাবাগানের নালায় রীতিমতো কাতরাচ্ছে চিতাবাঘের আস্ত ২ শাবকেরা। চাবাগানে পাতা তোলার কাজ করার সময় নালায় ফুটফুটে চিতাবাঘের শাবক দেখতে পায় শ্রমিকেরা। নকশালবাড়ির পাহাড়গুমিয়া চাবাগানের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা রেঞ্জ, এলিফ্যান্ট স্কোয়াড ও জাম্বু ট্রুপসের কর্মীরা। শাবকদের মায়ের কোলে ফেরাতে এলাকা ঘিরে ফেলে বনকর্মীরা। সাতসকালে চারপাশ তখন শুনশান। তখন ফুটফুটে একটি শাবককে নালা থেকে এক তুলে নিয়ে নিজের আশ্রয়ে রাখলো মা চিতাবাঘ বনকর্মীরা নজরদারি রেখে চলছে। শ্রমিকদের আনাগোনা বন্ধ করা হয়েছে এবং শাবকদের মায়ের সঙ্গে মেলামেশা করতে ও বেড়ে হয়ে ওঠার ক্ষেত্রে কাজ করা হচ্ছে বলে কার্শিয়াঙ ফরেস্ট ডিভিশনের ডিএফ‌ও দেবেশ পান্ডে টেলিফোনে জানান।

news portal development company in india
marketmystique