জমি মামলায় থমথমে রয়েছে নকশালবাড়ি! সরকারি জমি দখল, জাল খতিয়ান, পাট্টার জমি দখল করে বিক্রি, নদীর চর দখল সহ একাধিক দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নামল বামদল সমূহ। আজ সিপিআইএম, সিপিআইএম‌এল সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে নকশালবাড়ি বিডিওকে স্মারকলিপি প্রদান করেন। অভিযোগ, হাতিঘিসার সেবদুল্লায় লুথ্রু সাঁওতাল নামক এক ব্যক্তিকে ১৯৭৬ সালে পাট্টা দেওয়ার পর তার জমি দখল করেছে আসরফ আনসারী। মনিরামে নদীর চর দখল ও বিক্রির চক্রান্ত হচ্ছে, বর্গাদারদের উচ্ছেদ করার পাশাপাশি গোঁসাইপুরে শ্মশান ঘাটের জমি অধিগ্রহণ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার চক্রান্ত করা হচ্ছে। অন্যদিকে নকশালবাড়ি বিএল‌আর‌ও অভিযোগে ১০জনের নামে লিখিত থাকলেও ৩জনকে গ্রেফতার করেও বাকিরা অধরা কেন এই প্রশ্ন তুলেন বিক্ষোভকারীরা। গোটা ঘটনায় তদন্তের দাবিতে এই স্মারকলিপি বলে বামদল সমূহের নেতারা জানান। পাশাপাশি গ্রেফতার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে পদ থেকে সরানোর দাবি জানানো হয়।

news portal development company in india
marketmystique