সামনে সিগনালে লাল বাতি জ্বলে ওঠায় আচমকা একটি বাস ব্রেক কষলে,  নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে যায়। ঘটনার জেরে বাসে থাকা যাত্রীরা অল্পবিস্তার আঘাত পেলেও যানজট এর সৃষ্টি হয় দীর্ঘ সময় ধরে। জানা গেছে রবিবার রাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের কাছে ট্রাফিকের লাল সিগনাল পেয়ে বেশ কিছু গাড়ি দাঁড়িয়েছিল । সে সময় খড়িবাড়ি র পানি ট্যাংকি থেকে শিলিগুড়িগামী একটি বাস দ্রুত গতিতে এসে লাল সিগন্যাল দেখে সজোরে ব্রেক কসেন।  যার জেরে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলির কোন ক্ষতি না হলেও চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার মাঝখানেই উল্টে যায়। যাত্রীদের আর্তনাদ শুনে আশপাশের লোকজন ছুটে আসে।  সকলকে বাস থেকে বের করা হয়। এরপর মাটিগাড়া দমকলের একটি ইঞ্জিন এবং মাটিগাড়া থানার পুলিশের সহায়তায় যাত্রীদেরকে উদ্ধার করা হয়। যদিও যাত্রীদের যেমন কোন আঘাত লেগে নি বলে প্রাথমিকভাবে জানা গেছে । পরে পুলিশ রিকভারি ভ্যানের সাহায্যে প্রায় একঘন্টা পর বাসটিকে সড়ক থেকে সরিয়ে মাটিগাড়া থানায় নিয়ে যায় । ঘটনার জেরে ব্যস্ত এশিয়ান হাইওয়ে টু সড়কে দীর্ঘ লাইন পড়ে যায় । যানবাহন স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশের দীর্ঘ সময় লাগে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে,  তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ।

news portal development company in india
marketmystique