২.৫ কোটি টাকা ব্যয়ে পেভার্স ব্লক রাস্তা ও নিকাশিনালা এই কাজ

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে বাগডোগরার শ্রী কলোনি এলাকায় চিত্তরঞ্জন হাইস্কুলের সামনে পেভার্স ব্লক রাস্তা ও নিকাশীনালার তৈরির কাজ শুরু হয়েছে। প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে ২.৫ কোটি টাকা ব্যয়ে পেভার্স ব্লক রাস্তা ও নিকাশিনালা এই কাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাস্তার মাঝে রয়েছে নিকাশিনালার স্ল্যাপ, আর এই  স্ল্যাব ভেঙে গর্ত তৈরি হয়েছে। গর্ত থেকে লোহার রড বেরিয়ে পড়লেও হুঁশ নেই প্রশাসনের। জীবনের ঝুকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করছে স্থানীয় মানুষ থেকে চিত্তরঞ্জন হাইস্কুলের ও চিত্তরঞ্জন জিএসএফ প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা। অভিযোগ যেকোনো সময় বড়োসড়ো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। চিত্তরঞ্জন হাই স্কুলের শিক্ষক প্রিয়পদ রায় জানান , কিছুদিন আগেই রাস্তাটি তৈরি হয়েছে , প্রবল বৃষ্টিপাতের কারণে হয়তো ভেঙে গিয়েছে , তবে স্কুলে শতাধিক শিক্ষার্থীরা প্রতিদিন আসে তাই অতিদ্রুত রাস্তাটি ঠিক করা হোক। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে বলে, কটাক্ষ করেন বিজেপি নেতা সজলকান্তি সরকারের। রাস্তা তৈরীর নামে দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাল্টা লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকূল্যে কাজটি করা হচ্ছে। বিষয়টি নজরে এসেছে এবং সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি চিঠি করা হবে। অতি দ্রুত যাতে সমস্যার সমাধান করা হয় সেদিকেই লক্ষ্য রয়েছে

news portal development company in india
marketmystique