মিড ডে -মিল কর্মীদের স্মারকলিপি প্রদান খড়িবাড়ির সমষ্টি উন্নয়ন দপ্তরের

সারা বাংলা মিড – ডে -মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে মিড – ডে -মিল কর্মীদের ১০ মাসের পরিবর্তে ১২ মাস টাকা, সরকারি স্বীকৃতি ও পরিচয়, ছাত্রীদের পুষ্টিকর খাদ্য মাথাপিছু বৃদ্ধি সহ ১০ দফা দাবিতে সোমবার খড়িবাড়ির ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের স্মারকলিপি প্রদান করা হয়। এদিন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের প্রবেশ পথ আটকে রেখে বিক্ষোভ দেখান ইউনিয়নের সদস্যরা এবং স্মারকলিপি প্রদান করা হয়। পরে খড়িবাড়ির বাসস্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। সারা বাংলা জুড়ে ২ লক্ষ ৪০ হাজার মিড ডে মিল কর্মী রয়েছে ,তাদের বেতন সহ ১০ দফা দাবি নিয়ে সারা রাজ্য জুডে -মিল কর্মীদের স্মারকলিপি প্রদান খড়িবাড়ির সমষ্টি উন্নয়ন দপ্তরের seড়ে আন্দোলন করছি । আজ খড়িবাড়িতে স্মারকলিপি দেওয়া হল বলে জানান সারা বাংলা মিড – ডে -মিল ইউনিয়নের সদস্য শোভা কার্জি।

news portal development company in india
marketmystique