৮ মাসের মাথায় ফের সীমান্ত রক্ষীদের হাতে গ্ৰেপ্তার ১ পাকিস্তানের বাসিন্দা, সাথে গ্ৰেপ্তার আরত্ত ২ জন নেপালের বাসিন্দা। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন ভারত- নেপাল সীমান্তের  ঘটনা ঘিরে শোরগোল। জানা গিয়েছে, প্রতিদিনের মত শুক্রবার সীমান্তে এসএসবি ৪১ নং ব্যাটালিয়নের জাওয়ানরা মেচী ব্রীজের উপর চেকিং করার সময় নেপাল থেকে একটি চারচাক্কা গাড়িতে করে ধৃতরা আসে। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় ৩ জনকে আটক করা হয়। ধৃতরা হল সাইফ উল্লাহ(৪৬), পাকিস্তানের মরদান জেলার বাসিন্দা এবং মন বাহাদুর মগর( ৫১) ও মেঘা বাহাদুর থাপা(৪০) , দুজনেই নেপালের বাসিন্দা। পরে আটক ৩ জনকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়  এসএসবি। পুলিশ সূত্রে জানা গেছে ,  পাকিস্তানের সাইফ উল্লাহ’র দুবাইতে একটি নিরাপত্তা সংস্থা রয়েছে এবং নেপালি নাগরিকরা হিমালয়ান গোর্খা বা এইচআর নামে একটি জনশক্তি কোম্পানি চালায় ,পাশাপাশি পাকিস্তানিদের সঙ্গে যৌথভাবে কাজ করে। সাইফ উল্লাহকে বৃহস্পতিবার নেপালে ইন্টারভিউ নেওয়ার জন্য ইটাহারিতে আনা হয়।  পরে তিনজনই ইলামের উদ্দেশে রওনা হয়।  তবে পথে তারা গাড়িটি মেরামত করতে চেয়েছিল তাই পানিটাঙ্কিতে গাড়ি মেরামত করতে এসেছিল ।  ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদলতে তোলা হয়েছে। ঘটনায় একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

news portal development company in india
marketmystique