অধিকারী রেলস্টেশন নানান সমস্যা নিয়ে যাতায়াত করে রেল যাত্রীরা ! সেই সমস্যা মেটাতে শুক্রবার অধিকারী রেলস্টেশনে রেল আধিকারিক ও অধিকারী রেল সমিতির সদস্যরা বৈঠক করে । এদিন বৈঠকে বালুরঘাট, রাধিকাপুর এবং কাঠিহার ইন্টারসিটি ট্রেনের স্টপেজ, স্টেশন আধুকিকরণ, ফল ব্যবসায়ীদের ফল বহনের জন্য ভিপি কোচ, ফুট ব্রীজ এবং স্টেশন চত্বরে সিসিটিভি ক্যামেরার দাবি তুলেন সমিতির সদস্যরা । বৈঠকে ছিলেন অধিকারী স্টেশন সুপরিন্ডেনট অরিন্দম কুমার সিং, চিফ কমার্শিয়াল ইন্সপেক্টর জিমুত কান্ত দত্ত, অধিকারী রেল সমিতির সদস্য কল্যাণ কুমার প্রসাদ, নান্টু মন্ডল সহ অন্যান্যরা।
অধিকারী রেলস্টেশনের নানান সমস্যা নিয়ে বৈঠক করে