গোটা রাজ্যের মত নকশালবাড়ি টুকরিয়ঝাড় বনদফতরের উদ্যোগে বনমহোৎসব পালন করা হল। বৃহস্পতিবার দ্বারাবক্সে একটি অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী কিরো, রানিগঞ্জ পানিশালী প্রধান সান্তনা সিংহ, টুকরিয়াঝাড় রেঞ্জার সুরজ মুখিয়া, টিপিসিএলের সদস্য সহ বিভিন্ন সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এদিন ২০০টি চারাগাছ রোপন করা হয়। সভাধিপতি জানান, দিন যেভাবে বাড়ছে তাতে দূষণ ও পরিবেশ দূষণ বাড়ছে। এর থেকে মানুষকে সচেতন বৃদ্ধি করে বৃক্ষরোপণ করা দরকার। সপ্তাহব্যাপী এই কর্মসূচি বিভিন্ন রেঞ্জে পালন করা হচ্ছে এবং এদিন বৃক্ষরোপণ করা ২ শিক্ষার্থী ও ফরেস্ট গার্ডকে পুরস্কার প্রদান করা হয়।

news portal development company in india
marketmystique