সরকারি বোর্ড নিয়ে এসে খালি হাতে ফিরতে হলো ভূমি দফতরের আধিকারিকদের।বাতাসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলের অভিযোগ দীর্ঘ দিনের। বিভিন্ন সময় অভিযোগ উঠেছিল টিনের ঘেরা দিয়ে জমি দখল করার।খবরের শিরো নামেও এসেছিল । মুখ্যমন্ত্রী নির্দেশের পর বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল মুক্ত করে অধিগ্রহণ এবং সরকারি বোর্ড লাগানো প্রক্রিয়া বিভিন্ন দফতর করছে।সেই মত আজ সরকারি বোর্ড এনে স্বাস্থ্য কেন্দ্রের জমি জরিপের কাজ শুরু করে ভূমি দপ্তর।কিন্তু দেখা গেল জমি জরিপের কাজ কিছুক্ষণ করার পর  ,সরকারি বোর্ড বসানা হলো না।শেষে সরকারি বোর্ড নিয়েই ফিরতে হলো ভূমি দফতরের আধিকারিকদের। এই বিষয়ে খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক সফিউল আলম জানান,আজ জমির তথ্য হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া হয়নি, তদন্তের পর গোটা বিষয়টি জানান হবে বলে জানান । পাশাপাশি তিনি আরও জানান রাজ্য সরকারের সাস্থ্য দপ্তরের জমি রয়েছে ,সেখানে দখলের অভিযোগ আছে ভূমি দপ্তরের রিপোর্টের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

news portal development company in india
marketmystique