বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্ৰেপ্তার ২ যুবক! ধৃতরা হল বিশাল সাহা(২০)ও রজত সাহা(২৫), দুইজনে শিলিগুড়ির আঁষিঘরের বাসিন্দা । জানা গিয়েছে , সোমবার রাতে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন কোয়ার্টার মোড়ে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ২ যুবকে আটক করে খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ । তল্লাশি চালিয়ে ধৃতদের হেফাজত থেকে ৫৬০  গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পরে ধৃতদের খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে । পুলিশ সুত্রে খবর, ধৃতরা আঁষিঘর থেকে মাদক কিনতে এসেছিল। সূত্র মারফত খবর পেয়ে ২ জনকে গ্ৰেপ্তার করা হয়েছে। ধৃতদের রীমান্ডে এনে আরো কারা জড়িত আছে তদন্তে নামবে পুলিশ

news portal development company in india
marketmystique