খরস্রোতা মেচী নদী পার হতে গিয়ে ফের  তলিয়ে গেল ১ যুবতী, নেপাল পুলিশের তৎপরতা উদ্ধার হল মৃতদেহ । জানা গিয়েছে, এদিন সকালে খড়িবাড়ি পানিট্যাঙ্কি সংলগ্ন মেচী নদীর ব্রীজের পাশ দিয়ে পার হচ্ছিল কয়েকজন। এরপর এক যুবতীকে তলিয়ে যেতে দেখে ব্রীজের উপরে থাকা টোটো চালকরা । পুরো  বিষয়টি নেপাল পুলিশকে জানালে  ভারত- নেপাল সীমান্তের ৯১ নং পিলারের কাছে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়ে খড়িবাড়ির পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। যদিও ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

news portal development company in india
marketmystique