বেহাল রাজ্য সড়ক অবরোধ করে তিমূল বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের।খড়িবাড়ী থেকে PWD মোর অপর দিকে খড়িবাড়ি থেকে ভুলুকগারা পযন্ত দুটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক বেহাল অবস্থায় পড়ে রয়েছে ।প্রতিনিয়ত টোটো থেকে বড় গাড়ি ঝুঁকির মুখে পড়ছে দুর্ঘটনা তো হয়েই চলছে! সম্পূন্ন রাস্তাটি খানাখন্দে ভরা উব্রক্ষুব্র হয়ে পড়ে রয়েছে প্রতিদিন ওই রাস্তা দিয়ে স্কুলের পড়ুয়া থেকে স্থানীয়রা আতঙ্কে যাতায়াত করছে। আতঙ্কে রয়েছে পড়ুয়াদের অভিভাবক থেকে অন্যান্যরা স্থানীয়রা ।ওই রাস্তায় যাতায়াতের সময় দুর্ঘটনার কবলে না পড়তে হয় আতঙ্কে এলাকাবাসী। একটি রাস্তা বেহাল অবস্থা অপরটি দীর্ঘদিন ধরে কাজ বন্ধ তার প্রতিবাদে বৃহস্পতিবার খড়িবাড়ী থেকে PWD যাওয়ার কদমতলা মোরের সামনে রাজ্য সড়ক অবরোধ করে তিমুল বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় এলাকাবাসী।প্রায় দুঘন্টা যাবত রোডটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকলে যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় বিক্ষোভ কারীদের সাথে দীর্ঘখন কথাবার্তা বলার পর তাদের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। যানবাহন সাভাবিক ভাবে চলাচল শুরু হয়।স্থানীয় তন্ময় কুমার সিংহ অভিযোগ করে বলে রাজ্য সরকার যেখানে বালি বন্ধ করেছে সেখানে খড়িবাড়ী থানার সামনে দিয়ে বড়বড় বালি বোঝাই গাড়ি ও বালি বোঝাই ডামপার চলছে প্রশাসনের নাকের ডগায়

news portal development company in india
marketmystique
Recent Posts