জাতীয় সড়ক পাশে অবৈধভাবে গজিয়ে ওঠা টিনের ঘর, প্রাচীর, ভাঙল ভূমি দফতর। সরকারি জমিতে অবৈধভাবে নির্মান করা এই অবৈধ নির্মান  আর্থমুভার দিয়ে ভাঙল নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর। বৃহস্পতিবার নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতরের উদ্যোগে হাতিঘিসার বড়ঝাড়ু জোত মৌজায় ১.৬১ একর জমি দখলমুক্ত করা হয়‌। সঙ্গে দখল মুক্ত জমিতে দুটি সরকারি বোর্ড বসানো হয়। বিএল‌এল‌আর‌ও বিপ্লব হালদার জানান, অবৈধ এই নির্মান করাও ওপর পদক্ষেপ নিয়ে ভেঙে ফেলা হয়েছে। এই ঘটনায় ৫জনের নামে অভিযোগ দায়ের হয়েছে পুলিশ। এখানে ১.৬১ একর জমি পুনরুদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নকশালবাড়ি ব্লকে ১১০ একর জমি সরকারি জমিতে অধিগ্রহণ করা হয়েছে। আগামী দিনেও তা চলবে বলে তিনি জানান।

news portal development company in india
marketmystique
Recent Posts