ভোট পরবর্তী হিংসা রুখতে নকশালবাড়িতে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় চিন্তায় নকশালবাড়ি হিন্দি হাইস্কুল। আগামী বৃহস্পতিবার খুলবে স্কুল! আর স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী! জানা গিয়েছে গত ২১জুন থেকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে স্কুলে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ৪দিনের নাম করে ১৮ দিন কেটে গেলেও বিকল্প ব্যবস্থা করা হয়নি। গোটা ঘটনার ইতিমধ্যে নকশালবাড়ি থানায় চিঠি দিয়েছে স্কুলের প্রধান শিক্ষক।  কেন্দ্রীয় বাহিনীর জেরে একাদশ শ্রেণীর অনেকেই ভর্তি হতে পারেনি বলেও অভিযোগ প্রধান শিক্ষক দমন কান্ত মিশ্রার। তবে দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীন প্রকাশ টেলিফোনে জানান, চলে যাবে। স্কুলের চিন্তার কোনো বিষয় নেই। তাদের অন্যত্র পাঠানো হবে। স্কুল খুলবে এতে কোনো সমস্যা হবে না।

news portal development company in india
marketmystique