খরস্রোতা নদীর জলে তলিয়ে গেল মা ও মেয়ে।

নদী পেরিয়ে ধান রোপন করে ফেরার সময় খরস্রোতা নদীর জলে তলিয়ে গেল মা ও মেয়ে। চাঞ্চল্য নকশালবাড়ির বড় মনিরাম জোতে। মঙ্গলবার সকালে ভারত নেপাল সীমান্তের মেচী নদী পার করে ধানের রোপন করতে যায় ১৫-২০জন। কাজ শেষ করে ফিরতেই পাহাড়ি খরস্রোতা মেচী নদীর জলে তলিয়ে যায় মা ও মেয়ে।  স্থানীয়রা খবর পেয়ে মাকে উদ্ধার করলেও এখনো একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে নকশালবাড়ি বিডিও, মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান সহ নকশালবাড়ি পুলিশ, এস‌এসবির জ‌ওয়ানরা। উদ্ধার কাজ চলছে বলে মনিরাম প্রধান গৌতম ঘোষ জানান।

news portal development company in india
marketmystique