ডাইনি অপবাদে গৃহবধূকে বেধড়ক মারধর করার অভিযোগ

ডাইনি অপবাদে গৃহবধূকে বেধড়ক মারধর করার অভিযোগ ফাঁসিদেওয়ার পেটকির জজটলায়। জানা গিয়েছে, স্বামী মৃত্যুর কাজকর্ম শেষ হতেই ডাইনি অপবাদ দিয়ে বাচামণী টুকুকে বেধড়ক মারধর করা হয় গত ২৬ জুন। পরে গৃহবধূকে গাড়িতে তুলে ভাইয়ের বাড়িতে ফেলে দেয়। মহিলা মদ্যপ অবস্থায় রয়েছে তাই ভাইয়ের কাছে দিয়ে গিয়েছে বলে জানানো হয়। ২দিন ধরে জ্ঞান না ফেরায় মহিলার শরীর দেখতেই চমকে ওঠেন পরিবারের সদস্যরা। শরীরে ছুরি দিয়ে আঘাত চিহ্ন দেখেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় জখম মহিলাকে। গোটা ঘটনায় মহিলার ভাই ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগে দায়ের করে। অভিযোগ এর আগেও মহিলাকে ডাইনি অপবাদে মারধর করা হয়েছিল। গোটা ঘটনায় ৪জনের নামে লিখিত অভিযোগ দায়ের হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে। ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি জানান মহিলার ভাই সহ পরিবারের সদস্যরা। অভিযোগ অস্বীকার মহিলার ভাসুরের। এমন ঘটনা ঘটেনি। মিথ্যা অভিযোগ করা হয়েছে মত মঙ্গল সোরেনের।

news portal development company in india
marketmystique