ফাঁসিদেওয়া গঙ্গারাম চাবাগানের ঢোকার মুখে ভাঙল রাস্তা ! জাতীয় সড়ক হয়ে গঙ্গারাম বাজার ঢোকার মুখেই গ্রামের যাতায়াতের একটিমাত্র রাস্তা ভেঙে নিয়ে গেল টুনা নদী। নদীর স্রোতের জেরে নদীর সেতুর সঙ্গে সংযোগকারী রাস্তা ভেঙে যায়। রাস্তা ভাঙতেই বন্ধ হয়ে পড়ে যোগাযোগ। গতবছর সেতুর সংযোগকারী রাস্তা ভেঙে গিয়ে অস্থায়ীভাবে কাজ করা হয়। রাতে বৃষ্টি হতেই ফের ভাঙল রাস্তা। সেতুর ওপরে ৭টি গ্রামের ভরসা এই রাস্তা। সকাল থেকেই রাস্তা ভাঙলেও দেখা নেই প্রশাসনের অভিযোগ স্থানীয়দের।

news portal development company in india
marketmystique