গোটা রাজ্যের মত দার্জিলিং জেলা প্রশাসনের উদ্যোগে হুল দিবস পালন করা হল নকশালবাড়িতে। রাজ্য শ্রেণী কল্যাণ উন্নয়ন দপ্তরের উদ্যোগে রবিবার নকশালবাড়ি কমিউনিটি হলে হুল দিবসের অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহকারি সভাধিপতি রোমা রেশমি এক্কা, মহকুমা পরিষদের এইও নির্মল বেড়া, নকশালবাড়ি বিডিও প্রণব চট্টরাজ সহ বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ও অধিকাররা। দুই সাঁওতাল নেতা সিধু ও কানুর স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি আধিবাসী সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে থেকে ৪ জন আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিআর আম্বেদকর মেধা পুরস্কার ৫ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।  সভাধিপতি অরুণ ঘোষ বলেন, রাজ্য শ্রেণী কল্যাণ উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা প্রতিটা জেলায় হচ্ছে। এদিন জেলার নকশালবাড়িতে মূল অনুষ্ঠানটি হচ্ছে।

news portal development company in india
marketmystique