আতঙ্কের অপর নাম যেন ডুমুরিয়া নদী,নদীর ভূগর্ভে তলিয়ে গেল ঘর

আতঙ্কের অপর নাম যেন ডুমুরিয়া নদী, খড়িবাড়ির ফুলবাড়ী চাবাগানের আম্বা লাইনের চা শ্রমিকদের কাছে এখন ডুমুরিয়া নদী আতঙ্কের! দীর্ঘ ৫-৭ বছর ধরে নদীর গতিপথ বদল হতেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা এই নদী টুকরো টুকরো করে ভাঙছে। কখনো ঘর, কখনো জমি নিয়ে যাচ্ছে নদীগর্ভে। বর্ষায় জল বাড়লে নদী যেন আতঙ্কের রুপ নেয়। শুক্রবার সকালে স্থানীয় এক চা শ্রমিকের রান্না ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অভিযোগ বাঁধের দাবি করেও লাভ হয়নি বরং পাথরের বাঁধ করা হলেও তা ভেঙে নিয়ে যায়। নদী থেকে অবৈধভাবে বালি তোলার জেরে নদীর রুপ পরিবর্তন হচ্ছে। তবে পুলিশ প্রশাসনকে জানিয়েও বালি তোলা বন্ধ হয়নি। এভাবেই চলতে থাকলে এই এলাকা শেষ হয়ে যাবে।

news portal development company in india
marketmystique