হোটেল কর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য!

একদিকে যখন মাদক ব্যবসা ঠেকাতে লাগাতার পুলিশ অভিযান চলছে গৌরসিংজোতে ! সেই সময় গৌরসিংজোতের এক হোটেল কর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য! স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে থেকেই গৌরসিংজোতে অভিযান নেমেছিল খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ! সেই সময় হোটেল কর্মী জয়দেব বর্মনের বাড়ি থেকে প্রায় ৩ ভরি সোনা ও ১২ ভরি রুপার অলংকার সহ ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর । বুধবার সন্ধ্যায় চাল কিনতে ঘরের আলমারিতে টাকা খুঁজতে গিয়ে বিষয়টি সামনে আসে। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়ন খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। বাড়ির মালিক জয়দেব বর্মন বলেন,সেল হেল্প গ্রুপ থেকে ঋণের ৩০ হাজার টাকা ও জমানো ১০ হাজার টাকা সহ বাড়ির সব সোনা রুপার অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোর । এই এলাকায় মাদকআসক্তদের ঘোরাঘুরি বেশি থাকে,তারা এই ঘটনা ঘটাতে পারে মনে করছেন তিনি। অন্যদিকে চুরির কায়দায় দেখে তদন্ত শুরু করেছে  পুলিশ।

news portal development company in india
marketmystique