মোটরবাইকের ধাক্কায় মহিলার মৃত্যুর ঘটনায় উতপ্ত পরিস্থিতি

মোটরবাইকের ধাক্কায় মহিলার মৃত্যুর ঘটনায় জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের, ঘটনায় উত্তপ্ত এলাকায়।  জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে চক্করমারি – দেবীগঞ্জগামী রাজ্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল গিতা দেবী রায় নামে ৫৫ বছরের এক মহিলা,সেই সময় দেবীগঞ্জে দিক থেকে আসা একটি মোটরবাইক সজরে ধাক্কা মারে । ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা গিতা দেবীকে প্রথমে খড়িবাড়ি হাসপাতাল এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । ঘটনার পর মোটরবাইকটি পালিয়ে গেলেও স্থানীয়রা মোটরবাইকটিকে চিহ্নিত করে খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ‌ করে ।  অভিযোগের পরেও  অভিযুক্ত মোটরবাইক চালকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এদিন মৃতদেহ বাড়িতে আসতেই উওপ্ত হয়ে এলাকা। ঘটনায় শিলিগুড়ি বিহারগামী ৩২৭ নং জাতীয় সড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করেন এবং অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর করা হয়  । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে  খড়িবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় স্থানীয়রা। অন্যদিকে পুলিশ বিক্ষোভের পর অভিযুক্ত মহম্মদ মনসুরকে গ্ৰেপ্তার করেছে। ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

news portal development company in india
marketmystique