জাতীয় সড়ক নাকি চাষের ক্ষেত? অল্প বৃষ্টিতে বেহাল দশা রাস্তার, ক্ষোভ স্থানীয়দের।
জাতীয় সড়ক এমন হয়? ঝা চকচকে হবে জাতীয় সড়ক! শিলিগুড়ি-বিহার যোগাযোগ রক্ষার প্রধান গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের হাল বেহাল! পদে পদে বিপদ ও মারণফাঁদ নিয়েই চলছে চলাচল। খড়িবাড়ির অধিকারী থেকে বাংলা-বিহার সীমান্ত পর্যন্ত ৩২৭নং জাতীয় সড়ক খানাখন্দে ভরা। জাতীয় সড়কের বেহাল দশায় হুঁশ নেই প্রশাসনের। এর জেরেই দিন প্রতিদিন দূর্ঘটনার ঘটনা ঘটছে! ভরা বর্ষায় এই রাস্তা দিয়ে চলাফেরা যেন বিপদকে সঙ্গে নিয়ে চলা, মত স্থানীয় মানুষ থেকে গাড়ি চালকদের। অবিলম্বে এই জাতীয় সড়ক মেরামত করুক প্রশাসন দাবি স্থানীয়দের। বিজেপি নেতা থেকে বিধায়ক ও সাংসদ বিজেপির হয়েও চোখ পড়ে না কটাক্ষ তৃণমূল নেতার। পাল্টা বিজেপির অভিযোগ ,  রাজ্য সড়কের রাস্তার অবস্থাও বেহাল! বর্ষায় রাস্তা খারাপ হয়েছে। তবে সাংসদকে বিষয়টি জানাব‌, মত শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওঁরাওয়ের।

news portal development company in india
marketmystique